Tuesday, May 31, 2016

এক ব্যক্তি বিশ বছর যাবৎ জামাতে নামজ পড়েন না

এক ব্যক্তি বিশ বছর যাবৎ জামাতে নামজ পড়েন না এবং কারো সাথে মেলামেশা করেন না . হজরত হাসান বসরী তার কাছে গিয়ে বলেন " জনাব, আপনি কেন জামাতে নামাজ পড়েন না এবং কেন কারো সাথে মেলামেশা করেন না ? " তিনি বললেন " হজরত মাফ করবেন , আমি ইবাদাতে লিপ্ত আছি ". হজরত হাসান (রহ:) বললেন, "কার সাথে মশগুল আছেন ? " তিনি বলেন এমন কোনো নিশ্বাস বের হয় না যার মধ্যে আল্লাহ তায়ালার নিয়ামত বর্ষিত হয় না এবং আমি নিজে গুনাহ না করি ". আমি এ নিয়ামত এর শোকর আদায় করতে এবং গুনাহ মাফ চাওয়ায় মশগুল আছি ". হজরত হাসান বসরী (রহ:) বলেন, "আপনি আমার চেয়া উত্তম কাজে নিযুক্ত আছেন ".
-------- সহিহ গ্রন্থ , তাজকেরাতুল আউলিয়া .

2 comments: