Tuesday, May 31, 2016

একদিন হজরত হাসান বসরী (রহ:) তার সঙ্গীদের বলেন

একদিন হজরত হাসান বসরী (রহ:) তার সঙ্গীদের বলেন, "তোমরা প্রত্যেকে রাসুল্লুল্লাহ (স:) এর সাহাবা গনের ন্যায় ", একথা শুনে তারা প্রত্যেকে আনন্দিত হলেন, তখন তিনি বলেন " চেহারা, আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারেই শুধু , অন্য দিক দিয়ে নয় . যদি তোমরা তাদের দেখতে তাহলে তোমাদের দৃষ্টিতে তারা পাগল বলে প্রতীয়মান হত . অন্য দিকে তারা যদি তোমাদের অবস্থা জানতেন , তাহলে তোমাদের একজনকেও তারা মুসলমান বলতেন না . তারা নিপুন অশ্বারোহী , তারা বাতাস ও পাখির মত জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন .আর আমরা দুর্বল ও আহত গাধার পিঠে আরোহন করে ধীরে ধীরে চলতে চলতে পিছনে পড়ে আছি .
------- সহিহ গ্রন্থ, তাজকেরাতুল আউলিয়া .

No comments:

Post a Comment