Tuesday, May 31, 2016

এক ব্যক্তি বিশ বছর যাবৎ জামাতে নামজ পড়েন না

এক ব্যক্তি বিশ বছর যাবৎ জামাতে নামজ পড়েন না এবং কারো সাথে মেলামেশা করেন না . হজরত হাসান বসরী তার কাছে গিয়ে বলেন " জনাব, আপনি কেন জামাতে নামাজ পড়েন না এবং কেন কারো সাথে মেলামেশা করেন না ? " তিনি বললেন " হজরত মাফ করবেন , আমি ইবাদাতে লিপ্ত আছি ". হজরত হাসান (রহ:) বললেন, "কার সাথে মশগুল আছেন ? " তিনি বলেন এমন কোনো নিশ্বাস বের হয় না যার মধ্যে আল্লাহ তায়ালার নিয়ামত বর্ষিত হয় না এবং আমি নিজে গুনাহ না করি ". আমি এ নিয়ামত এর শোকর আদায় করতে এবং গুনাহ মাফ চাওয়ায় মশগুল আছি ". হজরত হাসান বসরী (রহ:) বলেন, "আপনি আমার চেয়া উত্তম কাজে নিযুক্ত আছেন ".
-------- সহিহ গ্রন্থ , তাজকেরাতুল আউলিয়া .

একদিন হজরত হাসান বসরী (রহ:) তার সঙ্গীদের বলেন

একদিন হজরত হাসান বসরী (রহ:) তার সঙ্গীদের বলেন, "তোমরা প্রত্যেকে রাসুল্লুল্লাহ (স:) এর সাহাবা গনের ন্যায় ", একথা শুনে তারা প্রত্যেকে আনন্দিত হলেন, তখন তিনি বলেন " চেহারা, আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারেই শুধু , অন্য দিক দিয়ে নয় . যদি তোমরা তাদের দেখতে তাহলে তোমাদের দৃষ্টিতে তারা পাগল বলে প্রতীয়মান হত . অন্য দিকে তারা যদি তোমাদের অবস্থা জানতেন , তাহলে তোমাদের একজনকেও তারা মুসলমান বলতেন না . তারা নিপুন অশ্বারোহী , তারা বাতাস ও পাখির মত জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন .আর আমরা দুর্বল ও আহত গাধার পিঠে আরোহন করে ধীরে ধীরে চলতে চলতে পিছনে পড়ে আছি .
------- সহিহ গ্রন্থ, তাজকেরাতুল আউলিয়া .

একদিন হজরত হাসান বসরী (রহ:) শুনতে পেলেন

একদিন হজরত হাসান বসরী (রহ:) শুনতে পেলেন, কোনো এক ব্যক্তি অগোচরে তার নিন্দা করছে . তিনি অতি বিনীত ভাবে একথালা খেজুর সহ তার কাছে হাজির হয়ে বলেন ." জানতে পারলাম আপনি আমার সওয়াব আমার আমলনামায় পরিবর্তিত করেছেন . আমি তার পরিবর্তে আপনাকে এ সামান্য বস্তু উপহার দিলাম .মাফ করবেন , আমি এর অপেক্ষা ভালো পুরস্কার প্রদানে অক্ষম .
------- সহিহ গ্রন্থ, তাজকেরাতুল আউলিয়া .

একদিন হজরত হাসান বসরী (রহ:) একটি কুকুর দেখে বলেন

একদিন হজরত হাসান বসরী (রহ:) একটি কুকুর দেখে বলেন "হে আল্লাহ আখিরাতে আমাকে এ কুকুরের সাথে উঠাবে ", একথা শুনে এক ব্যক্তি প্রশ্ন করলো , "আপনি উত্তম না এ কুকুরটি উত্তন ? হজরত হাসান বসরী (রহ:) বলেন, "কিয়ামতের ময়দানে যদি আজব থেকে পরিত্রান পাই, তাহলে আমাকে উত্তম বলতে পর, নতুবা আমার মত হাসানের চেয়ে কুকুরটি ই উত্তম " .
----- সহি গ্রন্থ , তাজকেরাতুল আউলিয়া